Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২০

বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদার প্রকল্পের আওতায় ২০১৯-২০ মৌসুমে আলু ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট মাঠ অনুষ্ঠিত।২৫/০১/২০২০


প্রকাশন তারিখ : 2020-01-26

২৫ জানুয়ারি ২০২০ তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সির সদর দপ্তর গাজীপুরে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদার প্রকল্পের আওতায় ২০১৯-২০ মৌসুমে আলু ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট মাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ, কৃষি মন্ত্রণালয়। সভাপতিত্ন করেন কৃষিবিদ জনাব আবদুর রাজ্জাক, পরিচালক, এসসিএ। বিশেষ অতিথি হিসেবে কৃষিবিদ জনাব এস.এম. ফজলুল করিম ছানী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), এসসিএ এবং কৃষিবিদ জনাব শাহ আকরামুল হক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা উপস্থিত ঝিলেন। স্নাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ড. শুকদেব কুমার দাস, প্রকল্প পরিচালক এসসিএ। কী নোট পেপার উপস্থাপন করেন কৃষিবিদ ড. জাকির হোসেন, ডিডি (মাননিয়ন্ত্রণ), এসসিএ, গাজীপুর। অনুষ্ঠানে এসসিএ এর অঞ্চল, জেলা, সদর দপ্তরের কর্মকর্তাগন, সরকারী ও বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পর আলু ফসলের গ্রো আউট টেস্ট মাঠ পরিদর্শন করা হয়। ২০ টি জাতে প্রজনন, প্রাক ভিত্তি, ভিত্তি, প্রত্যায়িত শ্রেনীর ৩৪৮ টি বীজ লট দ্বারা মিনি প্লট স্থাপন করা হয়। ত্রুটি বিচ্যতি চিহ্নিত করা হয় এবং সংশোধনের সুপারিশ করা হয়।